Pages

Kashem Vs Mokles


কাশেমঃ যদি কইতে পারস যে এই ঝুড়িতে কি আছে??

তাইলে এর মধ্যে ৪টা ডিম তোর৷ আর যদি কইতে পারস কয়টা আছে তাইলে ৮টার ৮ টাই তোর৷ এর যদি কইতে পারিস কিসের ডিমতাইলে মুরগীটাও তোর৷.

মোখলেছঃ আরে দোস্ত, ২/১ টা ক্লু তো দে……………..।।

দেশপ্রেম


টিচার : তিন সপ্তাহ ধরে তোমাকে দেশপ্রেমরচনা লিখে আনতে বলছিলিখে আনো নাই কেন?”

ছাত্র : ম্যাডাম, যখনই লিখি আব্বু নিয়ে চলে যায়

টিচার : মানে ?”

ছাত্র : আব্বুর নির্বাচনী ক্যাম্পেইনিং চলছে তো…!

Boltu Vs English Sir

ইংরেজি স্যার বল্টুকে দেখে বললঃ বল্টু, ইউ আর লেট ! হোয়াই ?
বল্টুঃ স্যার, আমাদের গাড়ি কাদার মধ্যে আটকে পড়েছিল
স্যারঃ নো-নো, টেলমি ইন ইংলিশ
বল্টুঃ স্যার, Our গাড়ি was পড়িং in কাদাNo নড়িং-চড়িং, only ভুম ভুম sound করি...।।

বল্টুর Exam


বল্টু মেডিকেলে Exam দিতে গেছে !!!!
তো প্রশ্ন আসছে....কিভাবে একটি পিঁপড়াকে মারতে হয় Mark:10 !!!

মেধাবী ছাত্র বল্টু অনেক ভাবনা চিন্তা করার পর লিখল..."সর্প্রথম একটি বাটিতে কিছুচিনি নিয়ে পিঁপড়ারগর্তে রাখতে হবে. যখন পিঁপড়াটি চিনি খাবে তখন এটির পানির তৃষ্ণা লাগবে. তারপর পানি পান করতে পুকুরে গেলে পিঁপড়াটিকে ধাক্তার পর যখন ভিজা শরীর শুকাতে আগুনের কাছে যাবে, তখন সেখানে একটি বোমা ফাটাতে হবে. এ পিঁপড়াটি যখন আহত অবস্থায় I.C.Uতে ভর্তি হবে তখন এর মুখ থেকে OXYGEN এর MASK টা খুলে ফেললেই পিঁপড়াটা মারা যাবে" MORAL: বল্টু 10 এর জন্য সব করতে পারে.............।।

বলতুর বউ অপহরণ

বল্টুর স্ত্রীকে অপহরন করা হয়েছে 
বল্টুকে ভয় দেখানোর জন্য অপহরনকারীরা বল্টুর স্ত্রীর একটা আঙ্গুল কেটে বল্টুকে পাঠাল এবং বল্টুকে ফোন করল>
 অপহরনকারীঃ আজ বিকেলের মধ্যে ২ লাখ টাকা না পেলে তোর বউকে ....................।।
 বল্টুঃ আঙ্গুলতো যে কারো হতে পারেমাথাটা কাইটা পাঠাই দাও তাইলে বিশ্বাস করমু   ।।