Pages

অর্ধেক দুধ খাইয়া ফালাইছে....................................।।

কাশেম শহরে থাকে। তার বউ সখিনা গ্রামে থাকে। কাশেমের বন্ধু আবুল।
কাশেম একদিন সখিনার জন্য একটা শাড়ি কিনে পাঠাল তার বন্ধু আবুলের মাধ্যমে। প্যাকেট খোলা দেখে সখিনা বুঝতে পারলো যে আবুল শারিটা দেখেছে। কিছু দিন পরে কাশেম তার বউ সখিনার জন্য একটা ব্রা কিনে পাঠাল আবুলের মাধ্যমে। সখিনা বুঝতে পারলো সেম কেছ আবুল প্যাকেট খুলে দেখেছে।

বেশ কিসুদিন পরে কাশেম সখিনার জন্য দুধ কিনে পাঠালো ঐ আবুলের মাধ্যমে। আবার সখিনা প্যাকেট হাতে নিয়ে দেখে প্যাকেট তো খোলা, এর উপর আবার প্যাকেটের অর্ধেক দুধ নাই। তাই সখিনা রাগে দুঃখে কাশেম কে চিঠি লিখলো...............।।

।।
।।

প্রানের কাশেম
তোমার ঐ বন্ধু আবুইল্যা একটা জানোয়ার !!
সে প্রথমে আমার শাড়ি খুলছে, আমি কিছু বলি নাই।
তার পরে আমার ব্রা খুলছে তার পরেও আমি তোমারে কিছু কই নাই !!

এবার সে আমার অর্ধেক দুধ খাইয়া ফালাইছে....................................।।
(কন তো দেহি ক্যামন ডা লাগে বাডাই এইডা কাম করছে?)